ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ২৪ জুলাই: ডোমকল বিদ্যাসাগর শিশু নিকতনে 'ডোমকল মহাকুমার কথা' (৪ বর্ষ ৪ র্থ সংখ্যা ) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল রবিবার বৈকাল ৩ টে নাগাদ। সেই সাথে অনুষ্ঠিত হল সাহিত্য আড্ডা। সুপ্রিয় ঘোষ প্রথমেই উদ্বোধনী সংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা করে। এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন শুকদেব পাল এবং অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন কল্যান পাল। এই সাহিত্য আড্ডায় ৩০ জন লেখক লেখিকা সংগীত, কবিতা, গান, গল্পে মেতে উঠেছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহের আলম সেলিম, সুপ্রিয় ঘোষ, ইলবাস আলি প্রমূখ। 'ডোমকল মহাকুমার কথা' পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম বলেন, 'আমাদের ডোমকলে অনেক প্রতিভাপূর্ণ অনেক ছেলে মেয়ে আছে। তাদের কথা ভেবেই এই পথ চলা।'


No comments:
Post a Comment