24 July 2017

ডোমকলে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ৫



ওয়েবডেস্ক, সাহাজামাল, ডোমকল, ২৪ জুলাই : ডোমকলে যাত্রিবাহী লছিমন ভ্যান ও পিকাপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ জন এবং শিশু সহ জখম আরও ৫ জন। ঘটনাটি ঘটেছে ডোমকল থানা এলাকার হিতানপুর মোড়ে। মৃতের নাম মাফিকুল আনসারির (৫০)। 
সূত্রের খবর, সোমবার সকাল থেকেই লাগাতার বৃষ্টির কারণে রাজ্য সড়কের দুপাশ জুড়ে বৃষ্টির জল জমে ছিল। এদিন দুপুর ১ টা নাগাদ ইসলামপুরের দিক থেকে প্রচন্ড গতিতে আসা ডোমকলগামী পিকাপভ্যানের সঙ্গে অপরদিক থেকে আসা একটি যাত্রিবাহী লছিমন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হয় ৬ জন যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে  ডোমকল মহকুমা হাসপাতাল ও ইসলামপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। তবে ডোমকল মহকুমা হাসপাতালে চিকিৎসা চলাকালিন শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখে আহতদের বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থানান্তর করে। মেডিক্যাল হাসপাতালে যাওয়ার পথে মৃত হয় মাফিকুল আনসারির (৫০)। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে  মৃতের স্ত্রী ফরিদা বিবি (৪০) ও নাতি সালমান আনসারি (১১)   চিকিৎসাধীন। এই ঘটনায় ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে ডোমকল থানার পুলিশ। তবে পিকাপভ্যানের চালক পলাতক।


No comments:

Post a Comment