ওয়েবডেস্ক, সাহাজামাল, কান্দি, ২০ জুলাই, বৃহস্পতিবার  : মুর্শিদাবাদ জেলার কান্দিতে রাজ্য সরকারের বাসের ধাক্কায় মৃত্যু হল টুকটুক (ই-রিক্সা) চালকের। ঘটনাটি ঘটেছে এদিন সকালে কান্দি থানার অন্তর্গত পুরন্দরপুর গ্রামে। ঘটনার পর থেকে চাঞ্চল্য এলাকায়। 
এদিন সকালে কান্দি বহরমপুর রাজ্য সড়কের উপর দিয়ে উত্তরবঙ্গীয় রাজ্য পরিবহন সংস্থার একটি যাত্রীবাহী বাস কান্দি পুরন্দরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি টুকটুককে (ই-রিক্সাকে) ধাক্কা মারলে মৃত্যু হল টুকটুক চালকের। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত টুকটুক চালকের নাম খোদাবক্স সেখ (৫০)। এবং আহত হয়েছেন রিক্সা যাত্রী ইসরাইল সেখ (৬৫)।  চালক খোদাবক্স সেখকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। এই ঘটনায় আহত অপর ইসরাইল সেখ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় এখন চিকিৎসাধীন কান্দি মহকুমা হাসপাতালে। এই ঘটনায় ঘাতক গাড়িটি সহ চালকে আটক করেছে পুলিশ।
 


 
No comments:
Post a Comment