26 July 2017

পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যু ঘিরে উত্তাল হল জলঙ্গির ধনিরামপুর


ওয়েবডেস্ক, সাহাজামাল, ডোমকল, ২৬ জুলাই : মুর্শিদাবাদ জেলার ডোমকলে পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যু ঘিরে উত্তাল হল জলঙ্গির ধনিরামপুর।  মৃত যুবকের নাম মিনারুল মোল্লা(৩০)। বুধবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। বন্ধ থাকলো স্থানীয় সমগ্র বাজার ও ছয় ঘন্টা যানচলাচল। 
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার জলঙ্গি থানা এলাকার ধনিরামপুরে। বুধবার সকাল থেকে শুরু করে যুবকের খুনের প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয়রা। এদিন সকাল ১১ টা নাগাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিক এক বিশাল পুলিশ বাহিনী নিয়ে লাঠি চার্জ করে রাস্তা অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। আন্দোলনকারীদের অভিযোগ পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে জলঙ্গি থানার ধনিরামপুরের লালকূপ কলনির মিনারুল মোল্লার। যদিও পুলিশ অভিযোগ অস্বীকার করেছেন। তবে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম মিনারুল মোল্লা (৩০) তার বাড়ি জলঙ্গি থানার ধনিরামপুর এলাকার লালকূপ কলনিতে। পুলিশেরর এক আধিকারিক বলেন, বিগত চার বছর ধরেই এই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। থানায় প্রচুর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডোমকল মহকুমা এলাকায় এক কুখ্যাত দুষ্কৃতী হিসাবে সে পরিচিত। যদিও মৃত যুবকের বাবা মহাসেন মোল্লা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন "পুলিশই আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে"।   প্রতিবেশি জলিল মোল্লা বলেন, 'ডোমকল মহকুমা পুলিশ  ও জলঙ্গি থানার পুলিশ কর্মীরা এক বিরাট পুলিশ বাহিনী নিয়ে মধ্যরাতে তার বাড়ি আসেন। এবং মিনারুল মোল্লাকে ঘর থেকে টেনে বের করে তারা। মানুষের আওয়াজ পেয়ে আমরা ঘর থেকে বেরতে গেলে হুমকাড়ি দিয়ে পুলিশ আমাদের ঘরে ঢুকে যাওয়ার কথা বলেন। সেই অবস্থায় ঘরের  বন্ধ দরজার ফাঁক দিয়ে আমি দেখি পুলিশ মিনারুলকে গুলি করে খুন করে। তার পরে রক্তাক্ত ঐ জায়গা জলদিয়ে ধুয়ে পরিস্কার করে দেয়। ঘটনাটি ঘটার আগে পরিকল্পিতভাবে পুরো বাড়িটা ঘিরে নেয় পুলিশ বাহিনী। এবং ঘটনাস্থল থেকে মৃত দেহটি নিয়ে চলেযায় তারা।' ঐ ঘটনার জেরে বুধবার সকাল থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার সর্বসাধারণ মানুষ। এবং এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এলাকার বেশিরভাগ মহিলারা। এদিন আন্দোলন চলাকালিন দুপুরে বৃষ্টি হলে আন্দোলন দুর্বল হতে দেখে পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েক দফা কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে মানুষকে বিচ্ছিন্ন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।  দুপুর নাগাদ অবরোধ উঠেগেলেও এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসণ।


No comments:

Post a Comment