ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী,ডোমকল, ২৮ জুলাই : সারা রাজ্য জুড়ে চলছে আজকে কন্যাশ্রী দিবস উদযাপন। তারই মাঝে মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লক সহ বেলডাঙা, নওদা, হরিহরপাড়া বিভিন্ন ব্লকে অনুষ্ঠিত হল কন্যাশ্রী দিবস উদযাপন। এদিন ডোমকলের এ আর ডি হলের অনুষ্ঠান স্থান থেকে ৬৫০ জন কন্যাশ্রী যোদ্ধারা প্রায় ৫০০ মিটার রাস্তায় রালিতে পা মেলায়। এদিনের অনুষ্ঠানে ৪১ টি স্কুল থেকে ৬৫০ জন কন্যাশ্রী যোদ্ধারা উপস্থিত হয়েছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকল পৌরসভার পৌরপিতা সৌমিক হোসেন, এস ডি ও তাহেরুজ্জামান এবং ব্লক উন্নয়ণের আধিকারিক টি জি ভুটিয়া, শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ডোমকলের বি ডি ও টি জি ভুটিয়া বলেন, 'জেলায় আমাদের ডোমকল ব্লক ২৫,০০০ হাজার টাকার প্রকল্পে আমরা প্রথম পুরস্কার পেয়েছি এবং ৭৫০ টাকার প্রকল্পে তৃতীয় পুরস্কার পেয়েছি। তবে এই পুরস্কার আমার একার নয়, এটা তোমাদের সকলের পুরস্কার।' এছাড়াও তিনি বাল্য বিবাহের কুফল সর্ম্পকে বলতে গিয়ে বলেন, 'প্রথমত আমাদের অভিভাবকদের বাল্য বিবাহের সর্ম্পকে কুফল গুলো বোঝাতে হবে। তারপর অভিভাবকদের বলতে হবে সুযোগ-সুবিধার কথা।' তিনি আরোও বলেন, 'তোমরা যারা মোবাইলে ফেসবুক, হোয়াটসআপ ব্যবহার করো তারা যেন কেউ খারাপ ভাবে ওগুলো ব্যবহার করবে না।' এদিনের অনুষ্ঠানে মঞ্চস্ত হয়, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, কবিতা পাঠ,তাৎক্ষণিক বক্তিতা। এছাড়াও বৃন্দাবনপুর হাই স্কুলের পরিচালনায় মঞ্চস্ত হয়েছিল "আরোহন" নামক একটি নাটক। এই নাটকের মধ্যে দিয়ে বাল্য বিবাহের সমস্ত দিক তুলে ধরেছিল কন্যাশ্রী যোদ্ধারা। সর্বশেষে জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ব্লক ওয়েলফ্যার অফিসার সুব্রত দাস রায়।


No comments:
Post a Comment