26 July 2017

ফের হরিহরপাড়ায় নাবালিকার বিয়ে রুখল কন্যাশ্রী যোদ্ধারা


ওয়েবডেস্ক, রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, ২৬ জুলাই :  ফের হরিহরপাড়ায় নাবালিকার বিয়ে রুখল কন্যাশ্রী যোদ্ধারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানা এলাকার ডল্টনপুর গ্রামে। নাবালিকা ওই গ্রামের এইচ. এ. বি. সিনিয়ার মাদ্রাসা(উঃমা)এর দশম শ্রেণির ছাত্রী। গোপনে গ্রামের বাসিন্দা মিরাজুল সেখ  চারদিন আগে  তার নাবালিকা মেয়ে তাজমিরা খাতুনের বিয়ে দেয় পার্শ্ববর্তী রুকুনপুর গ্রামের জাহাঙ্গির আলমের সঙ্গে। পাত্র পেশায় কৃষক। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে কন্যাশ্রী যোদ্ধারা পুলিশ প্রশাসণ সহযোগিতা নিয়ে হাজির হন ওই নাবালিকার বাড়ি। পুলিশ ঘটনাস্থল থেকে তাজমিরাকে আটক করলেও পাত্র জাহাঙ্গির আলম পলাতক। থানায় নাবালিকার বাবা মিরাজুল সেখ প্রশাসনকে মুচলিকা দেন যে, ‘মেয়ে সাবালিকা না হলে পাত্রের সঙ্গে মিলামেশা ও শ্বশুর বাড়ি  পাঠাবোনা।'  প্রশাসণ বাবার মুচলিকা পেয়ে মেয়েকে তাদের পরিবারের হাতে তুলে দেন। কন্যাশ্রী যোদ্ধারা পরিবারের লোককে বোঝান বাল্যবিবাহের কুফল সম্পর্কে।

No comments:

Post a Comment