ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী,ডোমকল, ২৪ জুলাই : পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ। আর এই জেলার অন্যতম পিছিয়ে পড়া শহর হল ডোমকল। ডোমকলকে নিয়ে স্বপ্ন দেখেছেন পৌরপিতা সৌমিক হোসেন। অপরদিকে ডোমকলের এসডিপিও মাকসুদ হাসান। তিনি ও এই পিছিয়ে পড়া শহরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারই চিন্তা করেছেন একাধিকবার। তবে গায়ে কোনো রাজনৈতিক রং মেখে নয়। অবশেষে এই শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার সূত্র খুঁজে পেয়েছেন খোদ তিনি নিজেই। মাকসুদ হাসান এবং তার স্ত্রী সুরাইয়া গাফারের উদ্যোগে প্রায় ৪ মাস ধরে চলছে WBCS এর মতো কোচিং। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। কোচিং-এর একজন ছাত্রী শাহানাজ খাতুন বলেন, 'স্বপ্ন আছে A গ্রেডের অফিসার হওয়ার। কিন্তু প্রস্তুতির জন্য টাকার অভাবে কোচিং নিতে পারছিলাম না। কিন্তু আমাদের স্যার WBCS এর মতো কোচিং করাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে, এটা আমাদের সকলের গর্বের বিষয়। এখন আমি সম্পূর্ণভাবে আশাবাদী একদিন 'A' গ্রেডের অফিসার হবো।' এসডিপিও মাকসুদ হাসান বলেন, 'ডোমকল পিছিয়ে পড়া শহর হলেও এখানকার ছেলে মেয়েরা পড়াশোনায় ভালো। অনেকেরই স্বপ্ন সরকারি উচ্চপদাধিকার চাকরি করার। ফলে অনেকেই অর্থের অভাবে নিজের ও বাবা মা-র স্বপ্ন পূরণ করতে পারছে না। তাদের কথা ভেবেই আমার এই উদ্যোগ।' বর্তমানে এই কোচিং এ প্রায় ৭০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি ও তার স্ত্রী সুরাইয়া গাফার। এই উদ্যোগ মূলত তার স্ত্রীর স্বপ্ন পূরণের জন্যই। তিনি নিজে খুব একটা সময় দিতে পারেন না বলে কোলকাতার ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক নিয়ে এসে ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন। মাকসুদ হাসানের স্ত্রী সুরাইয়া গাফারও সময়ে পেলে চলে আসেন ছাত্র- ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। ছাত্র- ছাত্রীদের কীভাবে আরো ভালো প্রশিক্ষণ দেওয়া যায় সে কথাও ভাবছেন তিনি । ছাত্র ছাত্রীদের বিনামূল্যে বই দেওয়ার জন্য অল্প দিনেই লাইব্রেরি ও তৈরী হবে বলে জানিয়েছে মাকসুদ হাসান।


kothai contact no.
ReplyDeleteGood work!
ReplyDeleteডোমকলের কোথায় কোচিং সেন্টার? দয়া করে মোবাইল নম্বর জানাবেন।
ReplyDeleteDomkal SDPO Office a Contacts korun.
ReplyDelete