11 July 2017

ডোমকলে অবৈধ্য সম্পর্ক জেনে যেতে স্ত্রীর হাতে খুন স্বামি


ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারি, ডোমকল, ১১ জুলাই :  ভাইপোর সঙ্গে অবৈধ্য সম্পর্কের ঘটনা জেনে যেতে স্ত্রীর হাতে খুন হল স্বামি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা এলাকার পঞ্চাননপুর গ্রামে। মৃতের নাম সাইফুল ইসলাম(৪৫)। পুলিশ মৃতর স্ত্রী হাসিনা বিবি সহ মেয়ে মোনালিশা সুলতানাকে আটক করেছে। তবে ভাইপো গোলাম রসুল পলাতক।
পরিবার সূত্রে জানা যায়, সাইফুল সেখের স্ত্রী হাসিনা বিবির সঙ্গে তার ভাইপো গোলাম রসুলের প্রায় ২ বছর ধরে অবৈধ্য সম্পর্ক চলছিল। সাইফুল সেখ পেশায় রাজমিস্ত্রী হওয়ায় কর্মসূত্রে তাকে কেরালাতে থাকতে হয়। কিছুদিন আগে সাইফুল সেখ পরিবারকে না জানিয়ে  কেরালা থেকে বাড়ি ফিরে। না জানিয়ে বাড়ি আসায় স্ত্রী হাসিনা বিবি তার সঙ্গে ঝামেলা করে বাপের বাড়ি চলে যায়। 
ভাইপোর সঙ্গে অবৈধ্য সম্পর্কের কথা অনেক আগে থেকে জানতো সাইফুল। এ নিয়ে ভাইপোর পরিবারের সঙ্গে বিবাদ লেগেই থাকত তার। অনেক দিন সে হাতেনাতে এই অবৈধ্য সম্পর্ক ধরে ফেলেছিল।
সোমবার হঠাৎ তার স্ত্রী বাড়ি ফিরে এসে তার সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। এদিন তার স্ত্রী তাকে পাশের একটি ঘরে ডেকে নিয়ে যায়। সেই ঘরের ভিতরে আগে থেকে ভাইপো গোলাম রসুল উপস্থিত ছিল । সাইফুল সেখ ঘরের ভিতরে ঢুকতেই তার হাতে ও পায়ে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। চিৎকার শুনে ১৬ বছরের মেয়ে মোনালিসা সুলতানা ছুটে আসে। সেও তার বাবাকে লাঠি দিয়ে মারতে থাকে। তারা তিনজন মিলে সেখানে সাইফুল সেখকে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃত দেহ উদ্ধার করে। ঘটনার বিবরণ জানার পর  মা ও মেয়েকে পুলিশ আটক করলেও ভাইপো গোলাম রসুল পলাতক।


No comments:

Post a Comment