15 July 2017

ডোমকলে সিনেমার শুটিং দেখতে উপচে পড়ল ভীড়



ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ১৫ জুলাই : লালবাগের পর এবার শুটিং দেখতে ডোমকলে উপচে পড়ল ভীড়। রাজ চক্রবর্তী পরিচালিত 'বলো দুগ্গা মাই কি' সিনেমার জন্য আজকের শুটিং স্পট ছিল ডোমকল ব্লকের ভগীরথপুর গ্রামে। এদিন সকাল ৯ টা থেকে প্রায় বিকেল পর্যন্ত শুটিং দেখা গেল সৌরভ, অঙ্কুশ ও পরিচালক রাজ চক্রবর্তীকে। বেশ কয়েকদিন থেকে মুর্শিদাবাদের পরিচিত ঐতিহাসিক স্থানগুলিকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে ব্যস্ত পরিচালক রাজ চক্রবর্তী। লালবাগের পর এবার ডোমকলেও শুটিংএ  দেখা মিলল  অঙ্কুশের। শুটিং স্পটে উপস্থিত ছিলেন ডোমকল পৌরসভার পৌরপিতা সৌমিক হোসেন। এদিন শুটিং স্পটে অঙ্কুশের ফ্যানেদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজ চক্রবর্তী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নিদেশেই মুর্শিদাবাদে তার সিনেমার শুটিং। তিনি আরও বলেন, সারা মুর্শিদাবাদ জুড়ে এখনও ১০ দিন ধরে শুটিং চলবে। ভগীরথপুর গ্রামের বাসিন্দা নুরু আনসারী (৬০) বলেন, 'এর আগেও আমাদের এখানে 'আরকাসান জাগো' হিন্দি সিরিয়ালের শুটিং হয়েছে প্রায় ৯-১০ দিন ধরে। এখানে মাঝে মধ্যেই শুটিং হয় এবং এসব দেখে আমাদের খুব আনন্দ লাগে।'


3 comments: