ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ১৮ জুলাই : আজকের সমাজের মেয়েরা বাবার কাছেও সুরক্ষিত নয়। মুর্শিদাবাদ জেলার ডোমকলে বাবার হাতে খুন হল মেয়ে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতের দিকে ডোমকল ব্লকের ১১ নং পঞ্চায়েতের বৃন্দাবনপুর গ্রামে। মৃতের নাম হাসিনা খাতুন (১২)। অভিযুক্ত পিতা আলি হোসেনকে আটক করে পুলিশ।
পরিবারের অভিযোগ, মৃতের পিতা আলি হোসেন ৪০ দিন আগে প্রথম পক্ষের স্ত্রী মারিয়াম বিবিকে বিদ্যুতের শক দিয়ে হত্যা করে। তারপর থেকে হাসিনা খাতুন তার মামার বাড়িতে থাকত। তার পিতা আলি হোসেন গত এক মাস আগে আবার একটি বিয়ে করে। সোমবার আলি হোসেন তার মেয়েকে বুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। পরের দিন সকালেই হাসিনা খাতুনের মৃত দেহ উদ্ধার হয়। মৃতের মামি সাইরা বিবি বলেন,' হাসিনা খাতুন সোমবার তার দাদিমার কাছে রাত্রে শুলে তার বাবা গভীর রাতে হাসিনাকে ঘরে ডেকে নিয়ে যায়। তারপর দই-এর সঙ্গে ৭ টি ঘুমের ঔষধ খায়-এ দেয়। হাসিনা অচৈতন্য হয়ে গেলে তাকে তার পিতা ধর্ষন করে খুন করে।' ডোমকল থানার আই সি নিহার রঞ্জন রায় জানিয়েছেন, অভিযুক্ত বাবা আলি হোসেনকে আটক করা হয়েছে।


No comments:
Post a Comment