ওয়েবডেস্ক, নওদা, ৬ জুন : সবুজ সাথী প্রকল্পের সাইকেল না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ঝাউবনা হাই স্কুলের পড়ুয়ারা। মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ বেলডাঙা আমতলা রাজ্য সড়কের ঝাউবনা মোড়ে রাস্তা অবরোধ করে  বিক্ষোভ দেখায় তারা। প্রায় ৩০ মিনিট অবরোধ থাকার পরে প্রাশাসনিক ভাবে সাইকেল পাওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা। সূত্রের খবর, ঝাউবনা হাই স্কুলের প্রায় ৪৬০ জন শিক্ষার্থীকে সাইকেল দেওয়ার কথা ছিল। কিন্তু ছয় মাস আগে মাত্র ৯০ জন ছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। এই নিয়ে কয়েক মাস আগে ওই বিদ্যলয়ের পড়ুয়ারা বেলডাঙা আমতলা রাজ্য সড়ক অবরোধ করেছিল। পুলিশের এসে সেদিন  তাদের সাইকেল পাওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। দীর্ঘ দিন অপেক্ষার পর শিক্ষার্থীরা সাইকেল না পাওয়ায় মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ আবার বেলডাঙা আমতলা রাজ্য সড়কে ঝাউবনা মোড়ে রাস্তা অবরোধ করে।  এদিন প্রায় ৩০ মিনিট অবরোধ থাকার পরে ঘটনাস্থলে পুলিশ আসে এবং তাদের যত শীঘ্র সম্ভব সাইকেল দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। দ্বাদশ শ্রেণির ছাত্র আব্বাস উদ্দিন জানায়,  'আমাদের বিদ্যালয়ের প্রায় ৪৪০ জন শিক্ষার্থীর সাইকেল পাবার কথা ছিল। তার মধ্যে  ৯০ জন মেয়ে  সাইকেল পায়। কিন্তুু  আমরা এখনও সাইকেল  পেলাম না।' বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রসেন চন্দ্র মণ্ডল বলেন, 'সরকারের সবুজসাথী প্রকল্পের  সাইকেল দেবার কর্মসূচীকে আমি সাধুবাদ জানায়। কিন্তু আমার বিদ্যালয়ের কিছু পড়ুয়া সাইকেল পেলেও এখন প্রায় ৩৫০ জন পড়ুয়ার সাইকেল আমি পায়নি। এই সাইকেল কতদিন নাগাদ পাবো তা আমি নিজেও জানি না। এই সমস্যা শুধু আমার বিদ্যালয়ে নয়, আশেপাশের সমস্ত বিদ্যালয়ের একই অবস্থা। বিষয়টি আমি নওদা বিডিও এবং স্কুল পরিদর্শককে জানিয়েছি।'
 


 
No comments:
Post a Comment