ওয়েবডেস্ক, বহরমপুর,
৩০ মে : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সপ্তম ও জেলায় প্রথম স্থান অধিকার করলো বহরমপুরের
রৌনক
চক্রবর্তী। তাঁর মোট প্রাপ্ত নম্বর ৪৮৩ (৯৬.৬%)। রৌনক
বহরমপুর গোরাবাজার আই.সি.আই
স্কুলের ছাত্র। রৌনক বিষয়ভিত্তিক নম্বর পেয়েছে - বাংলায় ৮৫, ইংরাজিতে ৯০,
অঙ্কে ১০০, পদার্থ বিজ্ঞানে ৯৯, রসায়ন বিজ্ঞানে ৯৬ ও কমপিউটারে ৯৮। সে বড়ো হয়ে মহাকাশ বিজ্ঞানী হতে চায়
বলে জানিয়েছে। তাঁর
বাড়ি বহরমপুর গোরাবাজার। বাবা বিপুল চক্রবর্তী পেশায় একজন স্কুল শিক্ষক, মা রানু চক্রবর্তী । বিদ্যালয়ের
শিক্ষক-শিক্ষিকা সহ জেলাবাসী তাঁর এই সাফল্যে খুশি।


No comments:
Post a Comment