09 May 2017

রবীন্দ্র জয়ন্তীতে ভ্রাম্যমান শোভাযাত্রা ও কর্মসূচি লালবাগে



ওয়েবডেস্ক, লালবাগ, ৯ এপ্রিল : কবিগুরু রবীন্দ্রনাথের ১৫৭ তম জন্মদিবস পালিত হল ভ্রাম্যমান অনুষ্ঠানের মধ্য দিয়ে লালবাগ মহকুমা-র তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মুর্শিদাবাদ চক্রের অন্তর্গত কুতুবপুর প্রাথমিক বিদ্যালয়-এর যৌথ উদ্যোগে। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সকাল ৭.২০ মিনিটে এই পদযাত্রা শুরু হয়। অনুষ্ঠানের সূচনা করেন লালবাগ মহকুমা শাসক তোপদেন লামা এবং পদযাত্রায় তিনিও অংশগ্রহন করেন। এই অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল একটি বাদশাহি ঘোড়াগাড়ি- যা মেলবন্ধন ঘটায় কবিগুরুর মুক্তির প্রতীক প্রিয় পশু ঘোড়া এবং মুর্শিদাবাদের নবাবী ইতিহাসের ঐতিহ্যকে। লালবাগ শহরের মূল রাস্তা ধরে অনুষ্ঠান এগিয়ে যাওয়ার সময় ছাত্রছাত্রী অভিভাবক-অভিভাবিকাদের সঙ্গে সামিল হয়ে যান পথ চলতি বহু মানুষও। পথ চলতে চলতেই আলোচনা হতে থাকে রবীন্দ্রনাথ-এর ব্যক্তিসত্তা ও তাঁর কর্মজীবনের জানা অজানা বিষয় এবং পরিবেশিত হতে থাকে কবিগুরুর গান, আবৃতি। লালবাগ শহরের বিভিন্ন মোড়ে বিদ্যালয়ের কচিকাঁচাদের নৃত্য পরিবেশন দেখে মুগ্ধ হয় পথ চলতি মানুষও। অনুষ্ঠানের ব্যপারে প্রধান শিক্ষক মাহামুদাল হাসান বলেন, 'কবিগুরু বাঙালী জীবনের সবচেয়ে বড় সম্পদ, তাঁর প্রকাণ্ড কর্ম এবং তাঁর অনবদ্য জীবনসত্তা আমাদেরকে প্রতিমুহূর্ত-এ সমৃদ্ধ করে, অনুপ্রাণিত করে। তাঁর আদর্শকে শিশুদের মনের গভীরে পৌঁছে দেওয়ায় এই কর্মসূচীর মূল উদ্দেশ্য। কবির মতে আমরাও বিশ্বাস করি শিক্ষা আনন্দদায়ক না হলে তা শিশুর কাছে বোঝা হয়ে থেকে যায়, জ্ঞানের ভাণ্ডার বর্ধিত হলেও আত্মার বিকাশ হয় না।'



No comments:

Post a Comment