10 May 2017

ট্রেনের ধাক্কায় মৃত্যু ১, রেজিনগরে


ওয়েবডেস্ক, রেজিনগর, ১০ মে : রেললাইন পার হতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির রেজিনগরে। নাম দুলাল মণ্ডল (৫০), বাড়ি রেজিনগর থানার ঝিকরা গ্রামে। সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মণ্ডল বহরমপুর যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল রেজিনগর স্টেশনে ট্রেন ধরার জন্য। রেললাইন পার হয়ে ১ নং প্ল্যাটফর্মে উঠতে যাচ্ছিল। এমন সময় লালগোলাগামী মেমু ট্রেন চলে আসে এবং ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই তার মৃত্য হয়। 


No comments:

Post a Comment