ওয়েবডেস্ক, নিজামুদ্দিন সেখ, রেজিনগর, ৯ মে : ২৫ শে বৈশাখ মানেই রবীন্দ্র
গন্ধে আর ভাবনায় মুখরিত পরিবেশ। বাঙালির বিশ্ব কবির জন্মজয়ন্তী। সেই ভাবনা মাথায় রেখে
রেজিনগরের তকিপুর ১নং প্রাথমিক বিদ্যালয়ে প্রভাতের
ঝলঝলে আলোয় ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন
করা হল বিশ্ব কবির রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মজয়ন্তী। বিদ্যালয়ের ছোটোছোটো
পড়ুয়ারা মঞ্চস্থ করে 'অমল ও দইওয়ালা' নাটক, রবীন্দ্র সংগীত ও রবীন্দ্র নৃত্য। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সোমেনজিত সেনগুপ্ত, বিডিও সমীর রঞ্জন মান্না ও অভিভাবকরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সাহদুল্লা সেখ বলেন, 'আজকের এই পবিত্র মহান মহুর্তে রবীন্দ্র
জন্মজয়ন্তী পালনের সৌভাগ্য আমাদের হয়েছে। বিদ্যালয়ের পড়ুয়ারা স্বতস্ফুর্তভাবে এই অনুষ্ঠানে
অংশ গ্রহন করে।'


No comments:
Post a Comment