ওয়েবডেস্ক, বেলডাঙা, ২৭ মে : মাধ্যমিকে এবারেও একশো শতাংশ পাশ করে নজির গড়ল বেলডাঙা
হরেকনগর এ এম ইনস্টিটিউশন। বারবার এই রকম সাফল্যে খুশি শিক্ষক-শিক্ষিকা সহ এলাকাবাসী।
এবারে শিক্ষাবর্ষে বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ২১৫ জন ছাত্র, পাশ করেছে
সকলে। উল্লেখ্য গতবারের মাধ্যমিক পরীক্ষায় একশো শতাংশ ছাত্র পাশ করেছিল এখান থেকে। এবারে
পরীক্ষার্থীদের মধ্যে স্টার নম্বর পেয়েছে ৪০ জন, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৫৫ জন।
বিদ্যালয়ের মধ্যে ৬৫৩ নম্বর পেয়ে প্রথম হয়েছে সায়িন সরফরাজ। বাড়ি হরেকনগর।
এবারে মাধ্যমিকের
একশো শতাংশ পাশের তালিকায় বেলডাঙা সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল আছে। এই বিদ্যালয়ে ১১১ জন পরীক্ষার্থী ছিল, পাশ করেছে সকল। বিদ্যালয়ে
স্টার নম্বর পেয়েছে ৬৪ জন, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ১০১ জন পরীক্ষার্থী। জয়দীপ
সাহা ৬৭২ নম্বর পেয়ে বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।


No comments:
Post a Comment