26 May 2017

চলচিত্র জগতে রি ফ্লিমস-এর পথ চলা শুরু


ওয়েবডেস্ক, বহরমপুর, ২৬ মে :  বাংলা চলচিত্র জগতে রি ফ্লিমস নামে এক নতুন প্রোডাকশন হাউসের সংযোজন হল। মুর্শিদাবাদ জেলার কিছু উদ্যোগী সৃজনশীল প্রতিভার মানুষের হাত ধরে রি ফ্লিমসের পথ চলা শুরু হল। ২৪ মে বুধবার রি ফ্লিমসের অফিসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হল বহরমপুরের চুঁয়াপুরে। ফিতে কেটে দ্বারোদঘাটন করলেন টিভি চ্যানেল ও নিউজ পত্রিকার এমডি বিশিষ্ট সমাজসেবী  ড. ডি আর স্বরাজ মুখার্জী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথা রাজ্যের একঝাঁক অভিনেতা, সাহিত্যিক, সমাজসেবী, সংগীত শিল্পী। রি ফ্লিমসের চেয়ারম্যান তথা বিশিষ্ট অভিনেতা রোহন গামা মীর তাঁর বক্তব্যে আগামী দিনের রি ফ্লিমসের কর্মপ্রন্থা তুলে ধরেন। তিনি বলেন,' এখানে অভিনয় শিক্ষার পাশাপাশি নতুন নতুন অ্যালবাম, সিরিয়াল, মুভিও বের হবে।' চিত্রনাট্যকার দেবাশীষ ব্যানার্জী ও ডিরেক্টর অপূর্ব রায় তাঁদের বক্তব্যে ফ্লিমস হাউসের গুরুত্ব তুলে ধরেন। কবি সৈয়দ শীষমহাম্মদ বলেন, 'মুর্শিদাবাদের সাংস্কৃতিক ইতিহাসে রি ফ্লিমস এক নতুন অধ্যায় শুরু করলো। পিছিয়ে পড়া জেলার অভিনয় উদ্যোগী মানুষের এ এক নতুন প্রাপ্তি।' হাউসের অন্যতম প্রতিষ্ঠাতা তথা এমডি আতিউল ইসলাম বলেন, 'এখানে টালিগঞ্জের উচ্চমানের প্রশিক্ষক দ্বারা অভিনয় শেখানো হবে।' এই হাউস প্রতিষ্ঠাতার জন্য যারা সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন শিক্ষক জুলফিকার আলি ভুট্টো ও চিত্রশিল্পী আবু সামা মোল্লা। রি ফ্লিমসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা হলে আক্তারুল, সানি দাস, রবিউল ইসলাম, হর্ষ রাম, রিতিকা সরকার, মাহির খান প্রমুখ। রানা মীরের পরিচালনায় 'ইতি তোমার' সিনেমার শুটিংও শুরু হয় এদিন।


No comments:

Post a Comment