![]() |
| বিদ্যালয়ে মার্কশীট হাতে শিক্ষিকাদের সঙ্গে বিয়াস সরকার |
ওয়েবডেস্ক, বহরমপুর, ২৭ মে : এবারে রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় যুগ্ম চতুর্থ ও
জেলায় প্রথম স্থান অধিকার করলো বহরমপুর মহারানি কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের ছাত্রী
বিয়াস সরকার। তার মোট প্রাপ্ত নম্বর ৬৮৭। বিয়াস ভূগোল, অঙ্ক, ভৌতবিজ্ঞানে পেয়েছে ১০০
নম্বর করে; জীবন বিজ্ঞান, ইতিহাসে ৯৮ করে, বাংলায় ৯৫, ইংরেজিতে ৯৬ নম্বর পেয়েছে। তাঁর
বাড়ি বহরমপুরের চুঁয়াপুরের লোকনাথ পল্লীতে। বিয়াসের সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষিকা
সহ এলাকাবাসী। বিয়াসের ইচ্ছা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশুনা করে ভবিষ্যৎএ সে
একজন ডাক্তার হতে চায়। মাধ্যমিকে বিয়াস ৬ টি টিউশনি পড়তো, তাছাড়া বাবার কাছে জীবন বিজ্ঞানটা
দেখিয়ে নিতো। বাবা বিজন সরকার পেশায় হাই স্কুলের একজন জীবন বিজ্ঞানের শিক্ষক। বিয়াসের মা বৈজয়িকী সরকার
বলেন, 'মেয়ের এই রেজাল্টে আমরা খুব খুশি। আমাদের আশানুরূপ সে রেজাল্ট করেছে।'


No comments:
Post a Comment