ওয়েবডেস্ক, বেলডাঙা,
১ এপ্রিল : বেলডাঙায় ক্ষুদে
বিজ্ঞানীদের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হল ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা(উঃমাঃ)
প্রাঙ্গণে। শুক্রবার ও শনিবার দুই দিন ব্যাপি প্রদর্শনীয় এই অনুষ্ঠান চলে। প্রদর্শনীতে অংশ গ্রহন করে বিদ্যালয়ের পঞ্চম
থেকে দশম শ্রেণির ৪০টি টিম। প্রদর্শনীতে বেশির ভাগ টিমের বিষয় ছিল শক্তি সঞ্চয়।
প্রদর্শনী ঘুরে দেখলেন অভিভাবক সহ এলাকাবাসীরা। প্রদর্শনীতে প্রথম স্থান গ্রহণ করে
নবম শ্রেনির দুই ছাত্র মোঃ সাইফ ও মোঃ কাইফ। তারা চাপশক্তির মাধ্যমে তড়িৎ শক্তি
উৎপন্ন করে সবার মন জয় করেছে। নবম শ্রেণির ছাত্র মোঃ সাইফ জানাই, 'এই প্রকল্পে দেখানো হয়েছে আমরা কীভাবে চাপ শক্তিকে কাজে
লাগিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করবো। চাপশক্তি থেকেও তড়িৎ শক্তি উৎপন্ন হতে পারে, যেমন-
মানুষের হাঁটাচলা, গাড়ি-ঘোড়ার যাতায়াত এই ধরনের বিভিন্ন চাপশক্তির সাহায্যে উৎপন্ন
হয় তড়িৎশক্তি। যা খুবই সহজলভ্য। তাই আমরা মনে করি আগামী দিন শক্তির বিকল্প উৎস হবে
চাপশক্তি।' বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল হক বলেন, 'আমরা শিক্ষার্থীদের মধ্যে
বিজ্ঞান মানসিকতা গড়ে তোলার জন্য এই ধরনের প্রদর্শনী করে থাকি। গত বছর আমাদের
বিদ্যালয়ের ৩ জনের টিম রাজ্যস্তরের
প্রতিযোগিতা পর্যন্ত যেতে পেরেছিল।'


Thanks for sharing, nice post!
ReplyDeleteGiaonhan247 chuyên dịch vụ nhận order hàng mỹ uy tín với các dịch vụ https://www.linkedin.com/pulse/mua-ho-hang-my-costco-macy-overstock-bhphotovideo-uy-tin-muahang-my và dịch vụ https://www.linkedin.com/pulse/mua-ho-hang-my-newegg-bestbuy-walmart-target-6pm-uy-tin-muahang-my về Việt Nam uy tín, giá rẻ.