ওয়েবডেস্ক, রেজিনগর,
২৪ মার্চ : গুটিকতক পড়ুয়া নিয়ে পথচলা শুরু হয়েছিল বেলডাঙা
পূর্বচক্রের ১১ নং তকিপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৪ শে মার্চ ১৯৪২ সালে। গুটি গুটি
পায়ে এক এক বছরের পর বছর পেরিয়ে আজ পূর্ণ করলো ৭৫ বছর। জন্মদিন উপলক্ষ্যে
বিদ্যালয়ে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। প্রভাত ফেরি ও ভারতীয়ম ক্যালিসথেনিস্ক্র
প্রদর্শনের দিয়ে শুভসূচনা হয়। স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে সারা এলাকা শোভাযাত্রা
পরিক্রমা করে। পা মেলান স্কুলের পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষকরা। মূল মঞ্চে আয়োজন করা
হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের । বাগিচা, কম্পিউটার রুম, দেওয়াল পত্রিকা 'কিশলয়'-এর উদ্বোধন
করা হয়। বিদ্যালয়েত কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন অরব বিদ্যালয়
পরিদর্শক সুপর্ন পাল, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দেবাশিস বৈশ্য এবং
বিশিষ্টজনেরা। মঙ্গলদীপ প্রজ্বলন করেন সুপর্ন পাল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মোঃ সাহাদুল্লা সেখ বলেন "ছাত্রছাত্রীদের
সৃজনশীল প্রতিভা ও শিক্ষকদের একান্ত প্রচেষ্টায় স্কুল সাফল্যের সঙ্গে ৭৫ বছর
উত্তীর্ণ হল।" অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মত।


No comments:
Post a Comment