ওয়েবডেস্ক, বেলডাঙা,
৫ এপ্রিল :  জলে ডুবে মারা গেল এক
তৃতীয় শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে বেলডাঙার সরুলিয়া গ্রামের হাতিভাঙ্গা পাড়ায়।
মৃত ছাত্রের নাম সাকিল সেখ। সে বেলডাঙা সরুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে পড়তো। পিতার
নাম ফুরকান সেখ। পাড়ায় বন্ধুর মেয়ের বিবাহ উপলক্ষে সপরিবারে ব্যস্ত ছিল পিতা
ফুরকান সেখ। বুধবার সকাল ১০টা নাগাদ সাকিল বিয়ে বাড়িতে থাকা সমবয়সীদের সঙ্গে স্নান
করতে যায় পুকুরে। পুকুরে ঝাঁপ মারার ফলে পা আটকে যায় পাঁকে। বাকি ছেলেরা ছুটে এসে
খবর দিলে ফুরকান সাহেব তার পুত্র সাকিলকে মৃত অবস্থায় উদ্ধার করেন পুকুর থেকে।
সাকিলের মৃত্যুর ফলে বিয়ে বাড়ি, সরুলিয়া প্রাথমিক বিদ্যালয় সহ এলাকায় শোকের ছায়া
নেমে আসে।
 


 
No comments:
Post a Comment