ওয়েবডেস্ক, বেলডাঙা,
১৫ এপ্রিল : পাথর ভর্তি লরি উলটে
মৃত্যু হল দুই জনের এবং আহত আরও তিন জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৮ টা
নাগাদ ৩৪ নং জাতীয় সড়কের ধারে বেলডাঙা থানার ভাবতা উত্তরপাড়া (তেলকল) শিব
মন্দিরের সামনে। মৃতদের নাম বাপি কর্মকার (৩৫) ও শঙ্কর প্রামাণিক (২৭)। গাজনের
শিবপুজো উপলক্ষে জাতীয় সড়কের ধারে মন্দিরে নরনারায়ণ সেবায় খিচুড়ির প্রসাদ
খাওয়ানো হচ্ছিল। সেই সময় বহরমপুর থেকে আসা দশ চাকার একটি পাথর ভর্তি লরি নিয়ন্ত্রণ
হারিয়ে উলটে যায়। চাপা পড়েন পাঁচজন। পাথর সরিয়ে উদ্ধার করা হয় তাদের। ঘটনাস্থলেই
বাপি কর্মকারের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় বাকি চারজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল
কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শঙ্কর প্রামাণিককে মৃত বলে ঘোষণা করেন।
বাকিরা চিকিৎসাধীন। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা রাতে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে
বিক্ষোভ দেখায়। প্রায় ঘন্টা চারেক জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। স্থানীয়
বাসিন্দাদের অভিযোগ, মন্দির চত্ত্বরে ট্রাফিকের ব্যবস্থা থাকলে এরকম দুর্ঘটনা ঘটত
না। অবরোধ তুলতে গেলে পুলিশকে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা। রাস্তায় ব্যাপক
যানজটের সৃষ্টি হয়। অবশেষে পুলিশ ট্রাফিক ব্যবস্থার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে
নেয় তারা। ঘটনার পর থেকে লরির চালক ও খালাসি পলাতক।
পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে। ঘটনার পর থেকে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


No comments:
Post a Comment