ওয়েবডেস্ক, নিজামুদ্দিন
সেখ, রেজিনগর, ১৪ এপ্রিল : বছরের শেষ দিনে চড়ক
পূজার মেলায় মেতে উঠল রেজিনগরের দাদপুর গ্রাম। গত চারদিন ধরে শিবের নীলপূজাকে কেন্দ্র নানা
অনুষ্ঠান চলে। আজ শেষ দিনে চড়ক উপলক্ষে উৎসব প্রেমী মানুষের ভীড় ছিল চোখে পড়ার মত।
বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই মেলা উপস্থিত হয়েছিল। প্রায় হাজার পাঁচেক মানুষের
সমাগম হয়। গভীর শ্রদ্ধা ও আনন্দের সাথে পালিত হল বর্ষ শেষের ক্ষণ। চপ,পাপড়,
আইসক্রিমের দোকানে ভীড় ছিল চোখে পড়ার মত। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ বলেন,
'প্রায় তিনশো বছরের প্রাচীন এখানকার চড়ক পূজা। আমরা সবাই মিলে আজকের দিনটি আনন্দের
সঙ্গে উদযাপন করি।'


No comments:
Post a Comment