16 April 2017

মুর্শিদাবাদ জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে নাগরিক কনভেনশন কান্দিতে


ওয়েবডেস্ক, মহ:হজরততুল্লাহ, কান্দি, ১৬ এপ্রিল :  মুর্শিদাবাদ জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনুষ্ঠিত হল নাগরিক কনভেনশন কান্দি মহকুমায়। রবিবার বেলা ৩ টা নাগাদ এই কনভেনশন অনুষ্ঠিত হয় কান্দি রাজ কলেজের পিটি হলে। উপিস্থিত ছিলেন প্রতিষ্ঠা মঞ্চ-এর সভাপতি ও  জিয়াগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ মজিবুর রহমান, সম্পাদক আব্দুল হামিদ সাহেব, বেলডাঙ্গা এস আর এফ কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রী সনাৎ কর, মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের সভাপতি বিপ্লব বিশ্বাস,  বিশিষ্ট সমাজ সেবী মসিউর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রতিষ্ঠা মঞ্চের সভাপতি ও  জিয়াগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ মজিবুর রহমান বলেন, 'আমাদের দাবিকে স্বাগত ও সমর্থন জানিয়ে অনেক কলেজ ও বিদ্যালয়ের অধ্যাপক -অধ্যাপিকা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, উকিল, ব্যবসায়ী সহ  শিক্ষা অনুরাগী সাধারণ মানুষ এগিয়ে এসেছেন। আমি তাই  এই ন্যায্য দাবিকে সমর্থন করে সকল মুর্শিদাবাদবাসীকে এগিয়ে আসার জন্য আহ্বান করেছি।'





No comments:

Post a Comment