09 April 2017

নওদায় পাটকাঠি ভর্তি গাড়ি পুড়ে গেল আগুনে


ওয়েবডেস্ক, নওদা, ৯ এপ্রিল :  পাটকাঠি ভর্তি গাড়ি আগুন লেগে পুড়ে গেল নওদা থানার ডুবতলাতে। ঘটনাটি ঘটেছে, আজ বেলা ১১টা নাগাদ। সোনাটিকুরী গ্রামের ব্যবসায়ী সিমারুল সেখ ৪০৭ ম্যাটারো গাড়িতে পাটকাঠি বোঝায় করে যাচ্ছিল আমতলা-বেলডাঙা রাজ্য সড়কের উদ্দেশ্যে। রাজ্য সড়কে ওঠার আগেই ডুবতলা গ্রামের ঘোষ পাড়াতে ইটের রাস্তার উপর গাড়িটিতে আগুন লেগে যায়। সোনাটিকুরী গ্রামের সেলিম বিশ্বাস জানান, 'বিদ্যুতের তারে পাটকাঠি ঠেকার ফলে আগুন ধরে যায় গাড়িটিতে, কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। গ্রামের মানুষ জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেছিল। কিন্তু তার আগেই সব পুড়ে গেল।' আগুন নেভার পর ঘটনাস্থলে নওদা থানার পুলিশ আসেন। 

No comments:

Post a Comment