ওয়েবডেস্ক, নিজামুদ্দিন
সেখ, রেজিনগর, ৭ এপ্রিল : রেজিনগরের দাদপুর
গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায়, পঞ্চায়েত অফিসে পশ্চিমবঙ্গ বনদপ্তরের পক্ষ থেকে
শুক্রবার বিতরণ করা হল সবুজশ্রী প্রকল্পের চারাগাছ। প্রায় শ'খানেক মেহেগুনি
প্রজাতির চারাগাছ তুলে দেওয়া হয় সদ্যজাত কন্যা সন্তানের পরিবারের হাতে। ২০ বছর পর
এই গাছ বিক্রি করলে বা কাটলে চলতি পশ্চিমবঙ্গ বৃক্ষ (অ-বনাঞ্চল এলাকায় রক্ষণ ও
সংরক্ষণ) আইন ২০১৬ এবং বিধিসমূহ ২০১৭ এর ছাড়পত্র বিষয়ক শংসাপত্র দেওয়া হয়।
সন্তানের অভিভাবক মুনিরুল ইসলাম বলেন, 'গাছ পেয়ে আমরা খুশি। আমি আমার সন্তানের মতই
মানুষ করব সযত্নে।' পশ্চিমবঙ্গ সরকারের অভিনব এই প্রকল্প সবুজশ্রী প্রকল্পে শিশু
কন্যাদের জন্মের পর তাদেরই নামে একটি করে বৃক্ষ রোপণের সিন্ধান্ত নেওয়া হয়। তারই
বাস্তবায়ণে বনদপ্তরের এই উদ্যোগ।


No comments:
Post a Comment