ওয়েবডেস্ক, কাজীনূর
জগত শেঠ, বেলডাঙা, ১১ এপ্রিল: মুর্শিদাবাদ জেলার
বেলডাঙা থানার বেগুনবাড়ি হাই স্কুলের দুর্নীতির বিরুদ্ধে সরব হল এলাকাবাসী। করে
স্কুল ঘেরাও, দেয় ডেপুটেশন। মঙ্গলবার ১১ টা নাগাদ শুরু হয় এই ঘেরাও কর্মসূচী।
দীর্ঘদিন যাবৎ অদক্ষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বারা স্কুল পরিচালনা, স্কুলের
শিক্ষার মানের অবনতি, বিদ্যালয়ের অতীত ঐতিহ্য নষ্ট হওয়া, মিড ডে
মিলে দুর্নীতি, কর্মীনিয়োগে দুর্নীতি এবং কর্মীদের ক্ষমতার দুর্ব্যবহার ও স্কুলে
কম্পিউটার ক্লাস চালু না করা দাবিতে এদিন সরব হয় এলাকাবাসী।বেলডাঙা থানার
বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি মাত্র উচ্চ বিদ্যালয়। শুধু বেগুনবাড়ি গ্রাম
পঞ্চায়েত নয় এই বিদ্যালয়ের উপর নির্ভরশীল থাকে পার্শ্ববর্তী কাপাসডাঙা গ্রাম
পঞ্চায়েতের শিক্ষার্থীরাও। বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৫০০ জন।
শিক্ষার মান ও বিদ্যালয়ের ভবিষ্যৎ যাতে আর নষ্ট না হয় তার জন্য এই ডেপুটেশন বলে
জানিয়েছেন এলাকাবাসী। ডেপুটেশন ইউনিয়ন প্রধান আব্দুর রহিম বলেন, 'দীর্ঘদিন যাবৎ
অদক্ষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বারা স্কুল পরিচালনা, স্কুলের শিক্ষার মানের অবনতি, বিদ্যালয়ের অতীত ঐতিহ্য নষ্ট হওয়া, মিড ডে মিলে দুর্নীতি, কর্মীনিয়োগে
দুর্নীতি এবং কর্মীদের ক্ষমতার দুর্ব্যবহার, স্কুলে কম্পিউটার ক্লাস চালু না করার
প্রতিবাদে আজ আমরা কাপাসডাঙ্গা ও
বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক অভিভাবক-অভিভাবিকা এবং বিভিন্ন ক্লাব
প্রতিনিধি, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা মিলে স্কুল ঘেরাও করে ডেপুটেশন জমা দিই
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে'। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাইউম
বলেন, 'আমি এলাকাবাসী অভিযোগগুলি নিয়ে কমেটির সঙ্গে আলোচনায় বসবো।' কাপাসডাঙ্গা
অগ্রগামী ক্লাবের সম্পাদক তাজমত সেখ বলেন, 'এটি আমাদের ডেপুটেশনের প্রথম ধাপ।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেটি গ্রহন করেছেন এবং খুব শীঘ্র যথাযথ ব্যবস্থা
নিবেন বলেছেন। যদি আজকের ডেপুটেশন কার্যকর না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের
রাস্তা বেছে নেব।'


No comments:
Post a Comment