13 April 2017

বেলডাঙায় তুলোর গোডাউনে আগুন, চাঞ্চল্য ছড়াল এলাকায়, দমকল কেন্দ্র খোলার দাবি


ওয়েবডেস্ক, বেলডাঙা, ১৩ এপ্রিল :  তুলোর গোডাউনে আগুনকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বেলডাঙায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার  বিকেল ৩ টে নাগাদ বেলডাঙা পৌরসভার ১নং ওয়ার্ডের নজরুলপল্লী এলাকার একটি তুলোর গোডাউনে। ঘটনাস্থলে ২ টি দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। বার বার এই রকম ঘটনাতে দমকলবাহিনী দেরিতে আসায় ক্ষুব্ধ বেলডাঙাবাসী। সূত্রের খবর, বেলডাঙা পৌরসভার ১ নং ওয়ার্ডে নজরুলপল্লী এলাকার বিকেল ৩ টে নাগাদ শক সার্কিটের ফলে  আগুন লাগে তুলোর গোডাউনে।  প্রথমে এলাকাবাসীরা বেলডাঙা পৌরসভাতে খবর দিলে সেখান থেকে ছুটে আসে ভায়েস-চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল এবং তাঁর প্রচেষ্টায় খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও দমকল কেন্দ্রে। ভায়েস-চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল বলেন,'আমি ঘটনাস্থলে এসে দেখি খুব ভয়াবহ আগুন লেগে গিয়েছে। আশেপাশে সেই আগুন ছড়িয়ে পড়লে কি অবস্থা হবে তা ভেবে আঁতকে উঠি।  আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ও দমকল কেন্দ্রে খবর দিই। দমকলবাহিনী দেরি করে আসলেও তাদের প্রচেষ্টায় বিকেল ৬ টা নাগাদ আগুন নিয়ন্ত্রনে আসে।' এলাকাবাসী সামসুর রহমান বলেন, 'শক সার্কিটের ফলে গোডাউনে আগুন লেগে যায়। আমরা বিকেল ৩ টা নাগাদ দেখি গোডাউনে দাউদাউ করে আগুন জ্বলছে। আমরা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু দমকলবাহিনী দেরি করে আসায় গোডাউনের সব মাল পুড়ে ছাই হয়ে যায়। শুধু এখানে নয়, এই এলাকায় যতবার আগুন লেগেছে ততবার দমকলবাহিনী আসার আগে সব পুড়ে ছাই হয়ে গেছে। তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি এই এলাকায় যাতে খুব তাড়াতাড়ি একটি দমকল কেন্দ্র খোলা যায় তার ব্যবস্থা করুন।'


No comments:

Post a Comment