16 April 2017

বেলডাঙায় জেলা ব্যাপি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

 ব্যাট হাতে বেলডাঙা থানার ওসি সমিত তালুকদার

ওয়েবডেস্ক, বেলডাঙা, ১৬ এপ্রিল :  বেলডাঙায় জেলা ব্যাপি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়ে গেল রবিবার। রামেশ্বরপুর প্রিমিয়ার লীগ পরিচালিত ‘গুড ফ্রাইডে ট্রফি’ ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছিল গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার। জেলার মোট আটটি দল এই খেলায় অংশ গ্রহন করে। ফাইনালে মুখোমুখি হয় রামেশ্বরপুর ফ্রেন্ডস এলেভেন  বনাম বেলডাঙা চৌধুরী একাদশ। দুই উইকেটে রামেশ্বরপুর ফ্রেন্ডস এলেভেনকে হারিয়ে চাম্পিয়ান হয় বেলডাঙা চৌধুরী একাদশ। মাঠে উপস্থিত ছিলেন বেলডাঙা থানার ওসি সমিত তালুকদার, নদীয়ার কালিগঞ্জের বিধায়ক হাসানুজ্জামান, বেলডাঙা পৌর পিতা ভরতকুমার ঝাওর সহ বিশিষ্টরা। রামেশ্বরপুর প্রিমিয়ার লীগের সভাপতি আবু সুফিয়ান বলেন, ‘আমরা পাঁচ বছর থেকে এই খেলা পরিচালনা করছি। এবার আমরা চাম্পিয়ান টিমের হাতে ষাট হাজার টাকা ও রানার্স টিমের হাতে চল্লিশ হাজার টাকা সহ ট্রফি তুলে দিচ্ছি।'



No comments:

Post a Comment