16 March 2017

বেলডাঙার সারগাছিতে পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন হল


ওয়েবডেস্ক, বেলডাঙা, ১৬ মার্চ :  দীর্ঘদিন ধরে এলাকার মানুষ দাবি করে আসছিল সারগাছিতে অন্তত একটা পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হোক। আজ বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ ফিতে কেটে সেই পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করে দিলেন আইজি সাউথ বেঙ্গল অজয় মুকুল রানাডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার এসপি শ্রী মুকেশ, সারগাছি রামকৃষ্ণ মিশনের মহারাজ বিশ্বময়া নন্দ সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই পুলিশ ফাঁড়ির ফলে মহুলা-১, মহুলা-২, চৈতন্যপুর-১, চৈতন্যপুর-২ চারটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫০ হাজার জনসংখ্যার ল ইন অডার, অপরাধ ও ৩৪ নং জাতীয় সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাশাসনের বিশেষ সুবিধা হবে। বেলডাঙা থানা থেকে এখানকার দূরত্ব প্রায় ১০ থেকে ১৬ কিমি। কোন দুর্ঘটনা ঘটলে পুলিশ প্রশাসনের ঘটনাস্থলে পোঁছাতেই অনেক সময় লাগত। এখন থেকে আর সেই অসুবিধা থাকবে না। বর্তমানে ফাঁড়ির চার্জে থাকছেন তন্ময় ভক্তা সহ বেলডাঙা থানার একজন এসআই ও আটজন কনেস্টেবল। সারগাছি রামকৃষ্ণ মিশনের মহারাজ এখানে পুলিশ ফাঁড়ির জন্য ২০১৪ সালে একবার মাননীয়া মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন। এই বিষয়গুলির ওপর গুরুত্ব দিয়ে ২০১৭ সালে ফেব্রুয়ারি মাসে সুমিত তালকদার বেলডাঙা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব নেওয়ার পর বিষয়টি উচ্চ আধিকারিকদের জানান এবং খুব তরিঘড়ি ফাঁড়ি খোলার ব্যবস্থা করেন। আই.জি সাউথ বেঙ্গল অজয় মুকুল রানাডে বলেন, ‘ফাঁড়ির খোলার ফলে এই এলাকার অপরাধ প্রবণতা কমবে। মানুষ সহজে পুলিশ প্রশাসনের কাছে আসতে পারবে। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি ঘটবে।' সারগাছি রামকৃষ্ণ মিশনে মহারাজ শ্রী বিশ্বময়া নন্দ বলেন, ‘এই এলাকায় একটি পুলিশ ফাঁড়ির খুব প্রয়োজন ছিল। বেলডাঙা থানা থেকে এলাকার দূরত্ব খুব বেশি হওয়ায় দুর্ঘটনা ও অপরাধ দমন সেভাবে করা হত না। তাই এখানে পুলিশ ফাঁড়ি হওয়াতে সাধারাণ মানুষের ও মিশনের খুব ভালো হল।'

No comments:

Post a Comment