22 March 2017

বেলডাঙাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই স্কুলে বোমাবাজি


ওয়েবডেস্ক, বেলডাঙা, ২২ মার্চ :  উচ্চ মাধ্যমিকের চতুর্থ দিনের পরীক্ষা শুরু হওয়ার আগেই স্কুলে বোমা বিস্ফোরণে চাঞ্চল্য ছড়াল বেলডাঙ্গা কাশিমবাজার রাজ গোবিন্দ সুন্দরী বিদ্যাপীঠে। বুধবার ছিল উচ্চ মাধ্যমিকের শিক্ষাবিজ্ঞানের পরীক্ষা। বেলা দশটা নাগাদ পরীক্ষা শুরু হওয়ার সময় স্কুল চত্বরে পর পর বোমা বিস্ফোরণ হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলডাঙা থানার পুলিশ। অত্যন্ত দ্রুততার সঙ্গে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনার জেরে পরীক্ষার্থীদের ১৫ মিনিট সময় নষ্ট হয় বলে অভিযোগ করেছে অভিভাবকরা। স্কুলের এক পরীক্ষার্থী কিসমোতারা খাতুন পরীক্ষা শেষে বলে, ‘আমরা পরীক্ষার হলে ঢুকে গিয়েছি। সেই সময় পর পর বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। ভয়ে ছোটাছুটি শুরু করে দিই। কি করব বুঝতে পারছিলাম না। ভয়ে বেঞ্চের তলায় লুকিয়ে পড়ি। কিছুক্ষণ পর শিক্ষিকারা এসে ভয় কাটান আমাদের। শেষ পর্যন্ত পরীক্ষা ভালোই হয়েছে।’ স্কুলের প্রধান শিক্ষককে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এ প্রসঙ্গে মুখ খুলতে চাননি। এই ঘটনার পেছনে কে বা কারা আছে তা জানতে তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ। 


No comments:

Post a Comment