11 March 2017

দোলের আগেই বসন্ত উৎসবে মাতল কলেজ


ওয়েব ডেস্ক, জিয়াগঞ্জ, ১১ মার্চ : রাত পোহালেই ফাগুনের বসন্ত উৎসবের রঙে, আবীরে মাতবে সারা দেশ। তার আগেই বসন্ত উৎসবে মাতল কলেজ পড়ুয়ারা। আজ জিয়াগঞ্জ শ্রীপত সিং কলেজে আয়োজন করা হয় বসন্ত উৎসবের। গানে কবিতায় ও আবীরের ছোঁয়াই রঙ্গিন হয়ে উঠে কলেজ চত্ত্বর। উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক সহ ছাত্রছাত্রীরা।

No comments:

Post a Comment