08 March 2017

বেনাদহ সিরাজ স্মৃতি পাঠাগারের উদ্যোগে পালিত হল 'আন্তর্জাতিক নারী দিবস'



ওয়েবডেস্ক, বেলডাঙা :  ৮ মার্চ ২০১৭ বিশ্ব জুড়ে নারীদের অধিকার রক্ষার্থে এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করা হয় । দিনটিকে মর্যাদার সাথে পালন করতে 'বেনাদহ সিরাজ স্মৃতি পাঠাগার' একটি অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাদহ মডার্ন প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবিরুল ইসলাম, বেনাদহ সিরাজ স্মৃতি পাঠাগারের লাইব্রেরিয়ান তহিদুল ইসলাম, স্বাস্থ্যকর্মী অণিমা কর্মকার, শিক্ষক পঞ্চানন হালদার, গৌতম মণ্ডল এবং আইসিডিএস ও আশা কর্মীবৃন্দ । অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অণিমা কর্মকার । স্বরচিত কবিতা শোনান কবিরুল ইসলাম কঙ্ক  এবং মমতাজ বেগম । এছাড়া ছড়া, কবিতা আবৃত্তি, গান, গজল ইত্যাদি পরিবেশন করে বেনাদহ মডার্ন প্রাথমিক বিদ্যালয়ের রিফা তামান্না, সাবনুর খাতুন, রাজফিয়া খাতুন, নাসিফা খাতুন, উম্মে কুলসন, উম্মে গুলসন, উম্মে জারিয়া সুলতানা এবং আরও অনেক ছোট ছোট ছেলেমেয়েরা । নারী দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন গ্রন্থাগারিক তহিদুল ইসলাম  ও গ্রন্থাগার সহকর্মী তরুণ বিশ্বাস । বেনাদহ সিরাজ স্মৃতি পাঠাগারের এই অনুষ্ঠানে হাজির ছিলেন গ্রামের বিভিন্ন মানুষজনও ।

No comments:

Post a Comment