ওয়েব ডেস্ক,
জিয়াগঞ্জ, ৮ মার্চ : আন্তর্জাতিক নারী
দিবস পালিত হল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজে। ৮ মার্চ সারা বিশ্ব
ব্যাপি পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আজ ১ টা নাগাদ কলেজের রবীন্দ্র প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় নারী দিবস
উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভার। অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন কলেজের অধ্যক্ষ সামসুর জামান আহম্মেদ, সুমিত ব্যানার্জি, ডঃ দেবযানী ভোমিক
চক্রবর্তী সহ কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। মূল থিম ছিল 'আমার মুক্তি আলোয়
আলোয়'। আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট সহ বিস্তারিত আলোচনা করেন কলেজের
অধ্যক্ষ। কলেজের অধ্যাপক সুমিত ব্যানার্জি পাঠ করেন 'গান্ধারীর প্রতি' এবং
মূল্যবান বক্তব্যও রাখেন। এছাড়া কবিতা ও গানের মাধ্যমে তুলে ধরা হয় আজকের দিনের
গুরুত্বকে। উপস্থিত ছিলেন সংগ্রামী নারী ফিরোজা বেগম। তিনি আর্থিক অনটনের মধ্য
দিয়েও নিজের চার মেয়েকে কিভাবে প্রতিষ্ঠিত করেছেন সেই বাস্তব কাহিনীতে অনুপ্রাণিত হন উপস্থিত সকলে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন
অধ্যাপিকা দেবযানী ভোমিক চক্রবর্তী।



No comments:
Post a Comment