05 March 2017

বেলডাঙাতে সদ্যজাত শিশু কন্যাকে দত্তক নিল বৃহন্নলা


ওয়েবডেস্ক, বেলডাঙা, ৫ মার্চ :  সদ্যজাত এক শিশু কন্যাকে দত্তক নিলেন শের মহম্মদ ওরফে আকালি। শের মহাম্মদ একজন বৃহন্নলা (হিজড়া)। থাকে বেলডাঙা রেল স্টেশনের কাছেই একটি বাড়িতে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সুজাপুর গ্রামের সফিকুল সেখ ও রুবিনা বিবি তাদের সদ্যজাত শিশু কন্যা আয়েশা খাতুনকে শের মহম্মদের হাতে তুলে দেন বেলডাঙাতে। আয়েশা খাতুন মা-বাবার চতুর্থ কন্যা।  আয়েশা খাতুনের জন্মের দিন গত মাসের ২৫ ফেব্রুয়ারি রাতেই তার পিতামাতার কাছে দত্তক নেওয়া আবেদন জানান শের মহম্মদ।  মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য আবেদনের সাড়া দেয় আয়েশার দরিদ্র পিতামাতা। আজ রুবিনা বিবির মায়ের বাড়ি সরুলিয়া থেকে এক কোর্ট পত্রে সাক্ষর করে তুলে দেন পিতামাতা তাদের কন্যা আয়েশাকে। শের মহম্মদ বলেন 'আয়েশাকে আমি অনেক লেখাপড়া শিখাবো। তাকে মানুষের মতো মানুষ করবো। ভালো ঘরে বিয়ে দেব। আমার শেষ জীবনের ও একমাত্র আশ্রয় হবে।' 

No comments:

Post a Comment