ওয়েবডেস্ক, বেলডাঙা,
১০ মার্চ : দেশ ব্যাপী নোট
বাতিলের দুর্দিনে গ্রাহকদের ব্যাঙ্ক সহ
এটিএম-এ টাকার যোগান ও সুন্দর ব্যাঙ্কিং পরিষেবার জন্য ব্যাঙ্ক কর্মীদের
সংম্বর্ধনা জ্ঞাপন করলেন এলাকাবাসী। বেলডাঙা ও ভাকুড়ীর থেকে প্রায় ১৫
কিমি এর মধ্যে একটি মাত্র এটিএম। আর সেটা প্রথম থেকেই চালু ছিল। সুতিঘাটা প্রাথমিক বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিলালউদ্দিন বলেন, 'দুর্দিনে আমরা ব্যাঙ্কের অকল্পনীয়
পরিষেবা পেয়েছি। এতে আমরা খুব খুশি। তাই আমরা গ্রাহকদের পক্ষ থেকে ব্যাঙ্ক
কর্মীদের আজ সম্বর্ধনা দিচ্ছি।' শুক্রবার
বেলা ২টো নাগাদ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেলডাঙা পুলিন্দা শাখায় আয়োজন করা হয়
এই সংম্বর্ধনা অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন ব্যাঙ্ক ম্যানেজার হিমাদ্রি নারায়ণ সাহা,
মহুলা-২ গ্রাম পঞ্চায়েত প্রধান জামিলা বিবি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। ব্যাঙ্ক
কর্মীদের হাতে স্মারক তুলে দেন
মহুলা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান জামিলা বিবি। ব্যাঙ্ক ম্যানেজার হিমাদ্রি নারায়ণ সাহা বলেন, 'এই এলাকার গ্রাহকেরা
খুব ভালো। আমাদের সহযোগিতা করেছে। তাই আমরা ভালো পরিষেবা দিতে পেরেছি।'


No comments:
Post a Comment