09 January 2017

বাউল ফকির সঙ্ঘের ৩৪তম বার্ষিক সম্মেলন বেলডাঙাতে


ওয়েবডেস্ক, বেলডাঙা, ৯ জানুয়ারি : বাউল ফকির সঙ্ঘের ৩৪তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল ৭ ও ৮ জানুয়ারি বেলডাঙা শ্রীশচন্দ্র বিদ্যাপীঠ প্রাঙ্গনে। এই সম্মেলনে এপার ওপার বাংলার প্রায় ৩০০ জন বাউল শিল্পী গান গেয়েছেন। গান ছাড়াও বাউল ফকিরদের চিকিৎসা পদ্ধতি, সমাজে সাম্প্রদায়িক সমস্যা, বাউলদের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই সম্মেলনে। বাউল ফকির সঙ্ঘের কেন্দ্রিয় কার্য্যালয় বহরমপুর রাধারঘাটের বাজারপাড়া। এই সঙ্ঘের সভাপতি হলেন লোক-গবেষক ড.শক্তিনাথ ঝাঁ এবং সম্পাদক হলেন আকবর আলি সেখ।


No comments:

Post a Comment