ওয়েবডেস্ক, বহরমপুর, ৮ জানুয়ারি : বহরমপুর থেকে জলঙ্গিগামী একটি যাত্রি বোঝায় বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে  আহত হল ২২ জন প্যাসেঞ্জার। ঘটনাটি ঘটে আজ সকাল ৯টা নাগাদ জলঙ্গি যাবার পথে শিলপুকুর মোড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাস্তায় কুয়াশা থাকার ফলে নিয়ন্ত্রন হারিয়ে ইসলামপুর দিক থেকে আসা একটি সাদা বালি ভর্তি লরি মুখোমুখি ধাক্কা মারে বাসটিকে। ঘটনাস্থল থেকে ২২ জনকে আহত অবস্থায় বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন স্থানীয় ও পথচারী লোকজন। ঘটনার প্রায় ১ ঘন্টা পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনার জেরে বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কে প্রায় দুই ঘন্টা ধরে যান চলাচল বন্ধ ছিল।
 


 
No comments:
Post a Comment