রেজিনগর থানার উদ্যোগে পালিত হল খেল দিবস
ওয়েবডেস্ক, রেজিনগর, ১০ জানুয়ারি : শুধুমাত্র প্রাশাসনিক দায়িত্বের নিজেদের সীমাবদ্ধ রাখেননি তা প্রমান করে দিল খেল দিবস পালন কর্মসূচি উদযাপনের মধ্য দিয়ে রেজিনগর থানা। রেজিনগর থানার আধিকারিক সহ অন্যান্য সহযোগীরা নানা সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি খেলা-ধূলাতেও সমান ভাবে উৎসাহী। এমনকি এলাকার সমস্ত ক্রিয়াপ্রেমী মানুষকে নিয়ে তাদের পথ চলার প্রশংসার দাবি রাখে। সেই লক্ষ্যেই আজ মঙ্গলবার বেলডাঙ্গা-২ ব্লকের ৮ টি ফুটবল টিম নিয়ে রেজিনগর থানার উদ্যোগে খেল দিবস পালিত হল। রেজিনগর রেল স্টেশন মাঠে সকাল ১০ নাগাদ মাঠ পরিক্রমার মধ্য দিয়ে এই কর্মসূচির শুভ সূচনা হয়। চলে সারাদিন। উপস্থিত ছিল বেলডাঙ্গা-২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দিলীপ বাগদি সহ থানার আধিকারিক বৃন্দ ও ক্রিয়া-প্রেমি সাধারণ মানুষ। ৮ টি টিমের মধ্যে ফাইনালে খেলে বিকলনগর শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘ বনাম দাদপুর ভোরের আলো । ১-০ গোলে হারিয়ে চাম্পিয়ান হয় বিকলনগর শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘ। রেজিনগর থানার এই উদ্যোগকে খুশি এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দা সোমনাথ হালদার জানান- ‘থানার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এই খেল দিবসের মাধ্যমে আমাদের মত সাধারণ মানুষদের মধ্যে সম্প্রীতি ঘটবে বলে আমরা আশা করি’।
 |
| পুরস্কার বিতরণ |
No comments:
Post a Comment