08 January 2017

সারগাছি চক্রের শিক্ষক-শিক্ষিকাদের পিকনিক


ওয়েবডেস্ক, সারগাছি, ৮ জানুয়ারি : শীত পড়তেই চারিদিকে শুরু হয়েছে পিননিকের ধুমধাম। আজ মুর্শিদাবাদ জেলার সারগাছি চক্রের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পিকনিক হল সারগাছি গ্রীন ওয়ার্ল্ড রিসোর্টে। উপস্থিত  ছিলেন সারগাছি চক্রের এস. আই. দীপঙ্কর কোলে এবং ১০জন বাচ্চাসহ ৬৫ জন শিক্ষক শিক্ষিকা। মুর্শিদাবাদ জেলায় ৪১টি চক্র রয়েছে। সেখানে এই আয়োজন একটু ব্যতিক্রমী বলে জানিয়েছেন পিকনিক কমিটি। আগামী বছর ৭ জানুয়ারি ২০১৮ সালের রবিবার পিকনিকের তারিখ নির্ধারণ করা হয়েছে কমিটির পক্ষ থেকে।


No comments:

Post a Comment