19 June 2021

অসুস্থ শিক্ষককে রক্ত দান করলেন বেলডাঙার ৭ যুবক


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ১৯ জুনঃ সোস্যাল মিডিয়াই একটি পোস্ট দেখে এগিয়ে এলেন অসুস্থ শিক্ষককে রক্ত দেওয়ার জন্য বেলডাঙার ৭ জন যুবক।  বেলডাঙা থানার মির্জাপুর গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক মোহাম্মদ মানারুদ্দিন সেখ হার্টের সমস্যা নিয়ে দুর্গাপুর মিশন হসপিটাল চিকিৎসার জন্য ছুটে যান। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাঁর ১৫ ইউনিট রক্তের প্রয়োজন। রোগীর ভাইপো শিক্ষক আতিউর রহমান রক্তের জন্য 'মানবতার পাশে আমরা' সংস্থার সদস্য মোহাম্মদ আলমগীর সেখকে ঘটনাটি জানান। ঘটনা শুনে আলমগীর সেখ সোশ্যাল মিডিয়ায় পোস্ট একটি পোস্ট করেন। তাঁর এই আবেদনে সাড়া দিয়ে রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসেন বেলডাঙার ৭ জন যুবক। 

এছাড়াও ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (FBDOI) সংস্থার পশ্চিমবঙ্গের সভাপতি কবীর ঘোষ ব্লাড ব্যাংক থেকে ৬ ইউনিট, ইমারজেন্সি ব্লাড সার্ভিস (EBS) সংস্থার সম্পাদক ওসমান গনি খান ১জন ডোনার এবং মালদা জেলায় হেলপ ফর ইউ ফাউন্ডেশন (HFYF) সংস্থার সদস্য সুদীপা বিশ্বাস ১জন ডোনার সহ মোট ১৫ ইউনিট রক্তের ব্যবস্থা করে দেন। রোগীর আত্মীয় আতিউর রহমান রক্তদাতা ও সহযোগী সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এবং তিনিও এই সংস্থার সঙ্গে নিযুক্ত হতে চান বলে ইচ্ছা পোষণ করেছেন।

No comments:

Post a Comment