ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৮ জুনঃ লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম অনুপ চৌধুরী (২৭)। বাড়ি বেলডাঙা থানার হরিমতি স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার পলাশী ৩৪নং জাতীয় সড়কে। জানা যায়, বেলডাঙা হার্ডওয়্যার জোন নামে একটি দোকানে কাজ করতো সে। এদিন ওই দোকানের তাগদার কাজে পলাশী যাওয়ার পথে সামনে থেকে আসা একটি দশ চাকার লরি মুখোমুখি ধাক্কা মারে তাকে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু ঘটে। এই ঘটনার জেরে পরিবারের উপরে নেমে এসেছে শোকের ছায়া।


No comments:
Post a Comment