19 November 2019

বেলডাঙায় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত ১ আহত আরও ৮ জন


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম হাবিব, বেলডাঙা,  ১৯ নভেম্বর : বেলডাঙায় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক ব্যক্তির। আহত আরও ৮ জন। মৃতের নাম গোপেশ্বর মন্ডল(৫৫) এবং আহতদের নাম - (১) ঝুকু মন্ডল (২) অভিমুন্য বিশ্বাস (বাড়ি বেলপুকুর এখানকার জামাই) (৩) নাড়ু হালদার বাবা (৪) পদ্মাবতী হালদার (৫) সুচিত্রা হালদার (৬) সেতু মন্ডল (৭)পঞ্চানন হালদার (৮) হরিপ্রসাদ হালদার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল ৪ টা নাগাদ বেলডাঙা থানার আন্ডিরন গ্রামে। সূত্রের খবর এদিন বিকেলে কার্তিক লড়াই উপলক্ষ্যে এক গ্যাস বেলুন বিক্রেতা গ্যাস সিলিন্ডার নিয়ে বেলুন বিক্রি করছিল। হটাৎ করে গ্যাস সিলিন্ডার ফেটে গেলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মারা যায় একজন এবং গুরুতর আহত হয় আরও ৮ জন। আহতরা বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই বেলুন বিক্রেতা পলাতক।


No comments:

Post a Comment