04 December 2019

সদর মহকুমার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ৪ ডিসেম্বরঃ মুর্শিদাবাদ জেলার সদর মহকুমার  ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হল নওদা চক্রের আমতলা হাই স্কুলের মাঠে। অতিথি বরণ, উদ্বোধনী অনুষ্ঠান, প্রদীপ প্রজ্জ্বলন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই ক্রীড়া অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা ঘোষণা করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন (মধু)।
মুর্শিদাবাদ জেলার সদর মহকুমার অন্তর্ভুক্ত ১১ টি চক্রের প্রাথমিক, শিশু শিক্ষা, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের চক্র পর্যায়ে বিভিন্ন ইভেন্টে প্রথম স্থানাধিকারী কচিকাঁচা শিক্ষার্থীরা এদিন অংশগ্রহণ করে। ক, খ, গ এই তিনটে বিভাগে মোট ২৮ টি ইভেন্টের খেলা হয়। এদিনের খেলায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী পড়ুয়ারা আগামী ৭ ও ৮ ডিসেম্বর মুর্শিদাবাদ  জেলা পর্যায়ে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করবে।
আজকের ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায়, ডি আই সেকেন্ডারি অমর কুমার শিল, এ আই রুহুল আমিন, নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ, পুর্ত-কর্মাধ্যক্ষ জুলফিকার আলি মণ্ডল, নওদা থানার ওসি মৃণাল সিনহা, ১১ টি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ও বিশিষ্টজনেরা।
আজকের ক্রীড়া অনুষ্ঠানের আয়োজক ছিল নওদা চক্র। এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজক নওদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শন সৌমেন সাহা বলেন, 'আজ সদর মহকুমা অন্তর্গত ১১ টি চক্রের শিক্ষার্থীদের নিয়ে বাছাই পর্বে অনুষ্ঠিত হল। যারা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করল তারা আগামী ৭ ও ৮ ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা স্তরে অনুষ্ঠিত  ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমাদের বাচ্ছারা জেলা স্তরে ভালো খেলবে এই আশা রাখি।'


No comments:

Post a Comment