30 October 2019

বিহারে ফেরি করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু বেলডাঙার এক ব্যক্তি


ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব,বেলডাঙা, ৩০ অক্টোবর : বিহারে ফেরি করতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম শুখলাল সেখ। বাড়ি বেলডাঙ্গা থানা এলাকার মহ্যমপুর বিলপাড়াতে। জানা যায়,কালী পুজোর রাতে পাঁচ বন্ধু মিলে ঘুরতে বেরিয়ে রাস্তাতেই পথ দুর্ঘটনা ঘটে মৃত্যু ঘটে। আজ,  বুধবার মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্ত করে নিজের বাড়িতে নিয়ে আসা হয়। বিহারে কালীপুজোর রাতে পথ দুর্ঘটনার কোন প্রমান থানা থেকে না পাওয়ায় পরিবারের লোকজন গিয়ে থানায় অভিযোগ দায়ের করে বাকি চারজন বন্ধুর বিরুদ্ধে। মৃতের মায়ের অভিযোগ, আট দিন আগে তার ছেলেকে প্রাণে মারার হুমকি দিয়েছিল ওই চারজন বন্ধু।

No comments:

Post a Comment