ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৮ অক্টোবর : বেলডাঙার ভাণ্ডারদহ বিলে অনুষ্ঠিত হল নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা। সোমবার দুপুরে বাবা আদম গাদম নৌকা বাইচ ও সাঁতার কমিটির উদ্যোগে এই নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন ডিঙা বাইচ, চার দাঁড়, বহু দাঁড় ও সাঁতার প্রতিযোগিতা চারটি ইভেন্টের আয়োজন করা হয়েছিল।
সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সুরোজ কবিরাজ, ডিঙা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে অভিজিৎ হালদার, চার দাঁড় বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রণজিৎ মণ্ডল এবং বহু দাঁড় বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মতিহার মণ্ডল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পুরস্কৃত করা হয়। এদিন মঞ্চে উপস্থিত হন বেলডাঙা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নজরুল ইসলাম, নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ ও এলাকার বিশিষ্টজনেরা। ভাণ্ডারদহ বিলের দুপারে দর্শকের ভীড় ছিল লক্ষ্য করার মতো। বাবা আদম গাদম নৌকা বাইচ ও সাঁতার কমিটির সদস্য মিল্টিন চক্রবর্তী বলেন, 'সম্প্রীতি ভাবধারা ধরে রাখতে ভাণ্ডারদহ বিলের হৃতগৌরব পুনোদ্ধারের জন্য আমাদের এই প্রয়াস চালু থাকবে। আমরা আগামী দিনে আরও উন্নত ভাবে এই প্রতিযোগিতা করতে চাই।'
সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সুরোজ কবিরাজ, ডিঙা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে অভিজিৎ হালদার, চার দাঁড় বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রণজিৎ মণ্ডল এবং বহু দাঁড় বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মতিহার মণ্ডল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পুরস্কৃত করা হয়। এদিন মঞ্চে উপস্থিত হন বেলডাঙা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নজরুল ইসলাম, নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ ও এলাকার বিশিষ্টজনেরা। ভাণ্ডারদহ বিলের দুপারে দর্শকের ভীড় ছিল লক্ষ্য করার মতো। বাবা আদম গাদম নৌকা বাইচ ও সাঁতার কমিটির সদস্য মিল্টিন চক্রবর্তী বলেন, 'সম্প্রীতি ভাবধারা ধরে রাখতে ভাণ্ডারদহ বিলের হৃতগৌরব পুনোদ্ধারের জন্য আমাদের এই প্রয়াস চালু থাকবে। আমরা আগামী দিনে আরও উন্নত ভাবে এই প্রতিযোগিতা করতে চাই।'




No comments:
Post a Comment