05 January 2019

হরিহরপাড়ায় নয়নজুলিতে বাস উল্টে আহত ২০



ওয়েবডেস্ক, কথাবার্তা, হরিহরপাড়া, ৫ জানুয়ারীঃ হরিহরপাড়ায় নয়নজুলিতে বাস উল্টে আহত প্রায় ২০ জন। তাদের হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে  নিয়ে যাওয়া হয়। ঘটনায় চাঞ্চল্য এলাকায়৷ ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৪ টা নাগাদ হরিহরপাড়া থানা মামদালিপুর এলাকার বহরমপুর-হরিহরপাড়া রাজ্য সড়কে। একটি লরিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নয়নজুলিতে বাসটি উলটে যায় বলে জানা যায়। ঘটনায় আহত হয় প্রায় ২০ জন৷ আহতদের উদ্ধার করে চিকিৎসার জনু বহরমপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

1 comment: