31 December 2018

রানিনগরে ৪০০ বোতল ফেন্সিডিল সহ আটক এক




ওয়েবডেস্ক, কথাবার্তা, রানিনগর, ৩১ ডিসেম্বরঃ রানিনগরে ফেন্সিডিল সহ আটক এক। রবিবার রাত ৮ টা নাগাদ বামনাবাধের চর থেকে একজনকে পুলিশ ৪০০ বোতল ফেন্সিডিল  সহ আটক করে। তার নাম তাজিমদ্দিন সেখ। জানা যায়, ফেন্সিডিল বোতলগুলি বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত ব্যক্তিকে সোমবার  আদালতে তোলা হয়।


No comments:

Post a Comment