ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৯ ডিসেম্বরঃ বেলডাঙায় অস্ত্রসহ ফের আটক আরও এক দুষ্কৃতি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১টি 7mm, ২টি মাসকেট, ২টি পাইপ গান ও ৫ রাউন্ড গুলি। দুষ্কৃতির নাম তানাজুল সেখ ওরফে তেজাব। বাড়ি বেলডাঙা থানার বেদবেড়িয়া। এলাকার কুখ্যাত ব্যক্তি হিসেবে পরিচিত ছিল সে। তার খোঁজে কয়েকদিন থেকে পুলিশ গোপন তল্লাশি চালাচ্ছিল। শুক্রবার রাত ৮ টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে শিবনগর মোড়ে ৩৪ নং জাতীয় সড়ক থেকে তাকে আটক করে বেলডাঙা থানার পুলিশ। তার কাছ থেকে এইসব অস্ত্রগুলি উদ্ধার হয়। উল্লেখ্য, চলতি মাসের ১৭ ও ২১ তারিখে মির্জাপুর থেকে মোট ২ জন দুষ্কৃতিকে আটক করে ও তাদের কাছ থেকে উদ্ধার হয় ২ টি 9mm, ২ টি 7mm, ১৪ টি পাইপগান, ১ টি মাসকেট ও ১৬ রাউন্ড গুলি।


No comments:
Post a Comment