ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৮ ডিসেম্বরঃ বেলডাঙায় দেবকুন্ড ইউনিয়ান স্পোর্টিং ক্লাব পরিচালিত রাজ্য লেবেল ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হল। শুক্রবার বিকেল ৩ টা নাগাদ এই ক্লাব পরিচালিত সেখ নউমদ্দিন মিঞা ও আকবর আলী স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট খেলার শুরু হয় দেবকুন্ড ফুটবল ময়দানে।
ক্লাব সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন প্রান্তের ৮টি টিম এই খেলায় অংশগ্রহন করে। খেলা চলবে ২০ দিন। ফাইনাল খেলা হবে ১৮ জানুয়ারি ২০১৯। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেছে নদীয়া দেবগ্রাম ফুটবল ক্লাব ও হাওড়া ইস্টার্ন রেলওয়ে। হাড্ডা হাড্ডি লড়ায়ের পর গোল শূন্য অবস্থায় ট্রাই বেকারে নদীয়া দেবগ্রাম ফুটবল ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে হাওড়া ইস্টার্ন রেলওয়ে বিজয়ী হয়।



No comments:
Post a Comment